জিএম কাদের সম্পদ আত্মসাতের অপকৌশল চালিয়েছিলেন: বিদিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার অনুসারীরা এরশাদের সম্পদ আত্মসাতের জন্য নানা অপকৌশল চালিয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ।

শনিবার ব্রাম্মণবাড়িয়ার নবীনগরে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

বিদিশা অভিযোগ করেন, ‘তিন মাস জিএম কাদের এরিককে ঘরে আটকে রেখেছিলেন। মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল পিতৃহারা শিশুর ওপর। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের ও তার অনুসারীরা সম্পদ আত্মসাতের জন্যই নানা অপকৌশল চালিয়েছিলেন। জিএম কাদেরের বন্দিদশা থেকে এরিককে মুক্ত করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন নবীনগরের কৃতিসন্তান কাজী মামুন।’

বিদিশার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘কারো চ্যালেঞ্জে বিদিশা-মামুন ভয় পায় না। নবীনগর জাতীয় পার্টির নেতাকর্মীরা কারো হুমকি-ধামকিতে বিচলিত নন।’

মামুনুর রশীদ বলেন, ‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ত্রাণ বিতরণে এলাম। কই, কাউকে দেখিনি তো প্রতিরোধ করতে? কার এত সাহস যে নবীনগরে কাজী মামুনকে বাধা দেয়?’

এদিন সড়কপথে নরসিংদী হয়ে স্পিডবোডে নবীনগর আসেন বিদিশা। উপজেলার বরিকান্দি ইউনিয়নে হযরত শাহ সুফি গনিশাহ (রহ.) মাজার জিয়ারত করেন বিদিশা। এরপর সেখানে অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

নবীনগর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মো. রজব আলী মোল্লা।

মাজার জিয়ারত ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা জাফর ইকবাল সিদ্দিকী, জাপার কেন্দ্রীয় নেতা মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিস, অ্যাডভোকেট সোয়েব আহমেদ, বাংলাদেশ গণতান্ত্রিক মানবিক পার্টির চেয়ারম্যান আক্তার হোসেন, পুনর্গঠন প্রক্রিয়ার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী রুবায়েত হাসান, নাফিস মাহবুব, জাপা নেতা এমএ জাহের, পুনর্গঠিত জাপার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ও বাঞ্ছারামপুর উপজেলা জাপার আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, জেলা জাপার সদস্য সৈয়দ মোকাব্বির হোসেন, জাপা নেতা নজরুল ইসলাম, নবীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মৃধা, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোদাব্বের হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু, পৌর জাপার সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, নবীনগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি হাফছা সুলতানা স্মৃতি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিশু আহমেদ, নবীনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাপার নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :