আগাম প্রচারে রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে আ.লীগ মনোনয়নপ্রত্যাশীরা

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ)
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পাওয়ার ও সমর্থনের আশায় মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। আর কেন্দ্রের নির্দেশার দিকে তাকিয়ে সাড়া পাবার অপেক্ষায় রয়েছে বিএনপি। এছাড়া জাতীয় পার্টিরও বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী আগাম মাঠে নেমেছেন। তবে অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থীদের এখনো মাঠে দেখা যায়নি।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপসিল ঘোষণা না হলেও ইতোমধ্যেই এই উপজেলায় যেন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের অনেক নেতারা মনোনয়নপ্রত্যাশী হিসাবে দলীয় মনোনয়ন ও সমর্থন চেয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাটিয়ে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন। আর শুরু হয়েছে চায়ের স্টলে, হাটে-বাজারে, রাস্তা ঘাটে এলাকার ভোটারদের মাঝে ভোট নিয়ে কানা-ঘোষা।

জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এ পর্যন্ত ইউপি চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশীরা এলাকার মানুষের মাঝে জনমত সৃষ্টি ও নেতাদের কাছে দলীয় সমর্থন পেতে দিন রাত দোয়া-আশীর্বাদ চেয়ে বেড়াচ্ছেন।

ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিনুল ইসলাম জনি, মরহুম গোলাম মোস্তাফার সহধর্মিনী চন্দনা সারমিন রুমকি, ২নং কাশিমপুর ইউনিয়নে কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলমগীর হোসেন, কাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহীম আলী মন্ডল, ৩নং গোনা ইউনিয়নে গোনা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী নেতা আবুল হাসনাত খাঁন হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ শাহ্, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মেম্বার, প্রভাষক আবু সাইদ, ৪নং মিরাট ইউনিয়নে মিরাট ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আলম, হাফেজ জিয়াউর রহমান, মিরাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলম হোসেন মেম্বার, ৫নং বড়গাছা ইউনিয়নে বড়গাছা ইউপির বর্তমান চেয়ারম্যান ও বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফু, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন মল্লিক মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম বেলাল, আব্দুল আহাদ শেখ বাবু, ৬নং কালীগ্রাম ইউনিয়নে কালীগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বাবলু মণ্ডল, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সুবাশ চন্দ্র সরকার বাবলু, কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আনিছার রহমান ও আব্দুল ওহাব চাঁন, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন ও আব্দুর রাজ্জাক, ৭নং একডালা ইউনিয়নে একডালা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিন, একডালা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের কন্যা শাহিনুর মণ্ডল শাহী, যুবলীগ নেতা হারুন মোল্লা, সবাকে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু মুহুরী, আওয়ামী লীগ নেতা আজিজার রহমান মেম্বার, ৮নং পারইল ইউনিয়নে পারইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সুজিত কুমার সাহা, পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, পারইল ইউপির সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়াও ইউপি চেয়ারম্যান পদে উপজেলার ৮টি ইউনিয়নজুড়ে আওয়ামী লীগের আরো অনেক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা অধিকাংশ প্রচারণায় মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন নিজ নিজ ইউনিয়নের গ্রামে গ্রামে। ভোটারদের খোঁজ-খবর নেওয়াসহ করছেন নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সাথে নিজেদের প্রার্থিতার কথা জানান দিয়ে দিচ্ছেন এলাকার মানুষের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, ইউপি নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্র ও জেলা কমিটির থেকে এখনো কোন নির্দেশনা আসেনি। যাই যার মত মাঠে নেমেছে। নির্দেশনা এলে নির্দেশনা অনুযায়ী তালিকা প্রেরণের কাজ করা হবে।

রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। যদি সিদ্ধান্ত আসে, তাহলে নির্দেশনা অনুযায়ী দলীয় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্র বরাবর সুপারিশ করা হবে।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণে জাতীয় পার্টির নির্দেশনা আছে। ইতোমধ্যেই অনেক মনোনয়নপ্রত্যাশীরা আগাম মাঠে নেমেছে। সৎ ও যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া জন্য আমরা কেন্দ্র বরাবর সুপারিশ করব।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :