হায়দরাবাদকে ১২৬ রানের টার্গেট দিল পাঞ্জাব

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:০৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) আজ(শনিবার) দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে পাঞ্জাব কিংস। ফলে জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১২৬ রান। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে একবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে ব্যাট জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে  শুরুটা ভালো করতে পারেননি পাঞ্জাব কিংসের ওপেনাররা। ২১ বলে ২১ রানে লোকেশ রাহুল ফেরার পর ৫ রানে আউট হন মায়াঙ্ক আগারওয়াল।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ক্রিস গেইল এবং এইডেন মারক্রাম মিলে চাপটা সামলে নিয়ে নেকটা ধীরগতিতে দলীয় স্কোরটা বড় করছিলেন। কিন্তু তাদের রানের চাকা এমন মন্থর ছিল যে বল প্রতি রান তুলতেই কষ্ট হয়ে যাচ্ছিল। ১৭ বলে ১৪ রানে ফেরেন ক্রিস গেইল। অন্যদিকে ৩২ বলে ২৭ রান করেন আউট হন মারক্রাম।

এরপর বলার মতো ভালো ইনিংস খেলতে পারেননি কেউই। শেষদিকে ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন হারপ্রিত ব্রারার।

এদিকে হায়দরাবোদের পক্ষে মাত্র ১৯ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন জেসন হোল্ডার।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমএম)