কৃষকদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের সার্বিক কল্যাণে কাজ করছে। এখন আর কোন কৃষককে সার ও বীজের জন্য হাহাকার করতে দেখা যায় না। অথচ অতীতে জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হয়েছিল। তাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছিল জামায়াত-বিএনপি সরকার। সেদিন অনেক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।

শনিবার সকালে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেত্রকোণা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিকসহ কৃষক লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :