ডেঙ্গুতে ঈশ্বরদী বিএনপি নেতার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:১০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু (৫৬)। পাকশী রেসোর্টের মালিক এই বিএনপি নেতা ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে যান।

রবিবার দুপুর ২টায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

সঞ্জু খানের বড় ভাই বিবিএস ক্যাবল এবং এ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আশরাফ আলী খান মঞ্জু এবং ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বলেন, চার দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে সঞ্জু খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :