ইভানার মৃত্যুতে স্বামীসহ দুজনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:১২
ফাইল ছবি

রাজধানীর পরীবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মামলাটি করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ইভানার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

৩০৬ ও ১০৯ ধারায় দায়ের করা মামলায় আত্মহত্যা প্ররোচনা ও হত্যা সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, তারা আশা করছেন এই ঘটনার ন্যায়বিচার পাবেন।

গত ১৫ সেপ্টেম্বর বুধবার শাহবাগের পাশে পরীবাগের দুটি নয়তলা ভবনের মাঝ থেকে ৩২ বছর বয়সী ইভানার লাশ উদ্ধার করে পুলিশ। তার শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে, ইভানা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

স্কলাস্টিকা স্কুলের এই কর্মকর্তার মৃত্যুর পর তার স্বজনরা জানতে পারেন যে, আইনজীবী স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।

ইভানার স্বামী রুম্মান একজন আইনজীবী। ২০১০ সালে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তানের মধ্যে ছোটটি বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) শিশু।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :