শাজাহান খানকে আ.লীগার হওয়ার আহ্বান মাদারীপুর সভাপতির

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২২ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৯

শাজাহান খানকে নাটক বন্ধ করে আওয়ামী লীগার হওয়ার আহ্বান জানালেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। তিনি শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান বলেন। শাহাবুদ্দিন মোল্লা সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে মাদারীপুরের সবরকম রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ারও আহবান জানান।

সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা শাজাহান খানকে উদ্দেশ্য করে বলেন, আপনি ৯০ পরবর্তীতে জাসদ থেকে আওয়ামী লীগে এসে দুই মেয়াদে মন্ত্রী হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়নে ছয়বার নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছেন। এখন আপনি স্বেচছায় অবসরে যান। আমাদের মুক্তি দেন। আওয়ামী লীগ কর্মীদের মুক্তি দেন। আওয়ামী লীগের সাধারণ মানুষকে মুক্তি দেন। তাহলে মনে করব, আপনি একজন প্রকৃত রাজনীতিবিদ।

তিনি আরো বলেন, আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, তাহলে আপনাকে বুঝতে হবে- আপনার সমর্থন কোথায় আছে? আপনার এখন কোন সমর্থন নেই। আপনার সমর্থন আছে আপনার পরিবারে। কারণ আপনার পরিবার হৃষ্টপুষ্ট হয়েছে। তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। আপনাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। কিন্তু আপনি আওয়ামী লীগের কর্মীদের কিছুই দিতে পারেননি। তাই আপনি দলের কাছে ও জনগণের কাছে সমর্থন হারিয়ে ফেলেছেন। আপনি এখন রাজনীতি থেকে অবসরে যাওয়ার সময় হয়েছে। আপনি অবসরে গিয়ে মাদারীপুরে আওয়ামী লীগের কর্মীদের মুক্তি দেন।

সম্প্রতি ঢাকাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সভায় শাজাহান খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির বিষয় ইঙ্গিত করে শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, আপনি কেন্দ্রীয় নেতাদের কাছে অনাস্থার পাত্র হয়েছেন। এখন আবার আপনার লোকদের দিয়ে বিভিন্ন ইউনিয়নে ভুয়া কমিটি করাচ্ছেন। যেখানে স্থান দিচ্ছেন সাবেক জাসদের কর্মীদের। এখন এসব নাটক বন্ধ করে আওয়ামী লীগার হন।

এ সময় শিরখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য দেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শ্রমবিষয়ক সম্পাদক খাইরুল হাসান খন্দকার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জালালউদ্দিন ইয়ামিন, যুব ও ক্রীড়া সম্পাদক মাহমুদ হোসেন আরিফ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী চোকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কবিরাজ প্রমুখ।

সম্মেলন শেষে শিরখাড়া ইউনিয়নে তিন বছরের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে মাসুদুর রহমান মিন্টুকে সভাপতি ও সিকান্দার আলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :