দরপতনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬১.১৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিভিও পেট্রোকেমিক্যালের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন বৃহস্পতিবার সিভিও পেট্রোকেমিক্যালের। ক্লোজিং দর ছিল ২৫০ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সা বা ৭.৬৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর দরপতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৬.৮৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.২৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.০৫ শতাংশ, প্রগতি লাইফের ৪.৯৮ শতাংশ, এএমসিএল প্রাণের ৪.৯১ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৭৪ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৪.৪৭ শতাংশ এবং এএফসি এগ্রোর ৪.৪৪ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসকেএস/জেবি)