সুবিধাবঞ্চিত শিশুদের জুতা উপহার দিল এপেক্স

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফাউন্ডারস ডে উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল সু উপহার দিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড।  স্পৃহা বাংলাদেশ নামের একটা সামাজিক সংঘটনের মাধ্যমে কার্যক্রমটি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। 

শিশুদের জুতা হস্তান্তরের পর রায়েরবাজার বধ্যভূমিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কিছু আনন্দঘন সময় পার করেন এপেক্স কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়ারের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাজন পিল্লাই। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়ারের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার আরিফ শাহরিয়ার, জিএম, মার্কেটিং সাগনিক গুহ এবং হেড অব ব্রান্ড  ইবনে  আবু জায়েদ।

আসগর আলী সাবরী, নির্বাহী পরিচালক, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনসহ স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

প্রতিবছর ফাউন্ডার্স ডে নামে এই আয়োজনের মাধ্যমে গ্রাহক ও সমাজের সকলের কাছে  প্রতিষ্ঠাতার মানবিক আদর্শ এপেক্স পৌছে দেয়ার  চেষ্টা করে থাকে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)