‘মুজিব আমার পিতা' দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় আজ অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা অবলম্বনে নির্মিত মুজিব আমার পিতা টুডি অ্যানিমেশন মুভির বিশেষ প্রদর্শনী।

প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত প্রেস মিটে সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের অনূভুতি প্রকাশ করেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা অবলম্বনে নির্মিত মুজিব আমার পিতা দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় প্রদর্শন করা হবে যাতে সব শ্রেণীর মানুষের মাঝে পৌঁছায়। পথশিশু সহ নানান স্তরের মানুষকে জানানোর জন্য বিশেষ প্রদর্শনীর ঘোষণা দেন। জাতির পিতাকে উক্ত চলচ্চিত্রের মাধ্যমে সবশ্রেণীর মানুষ জানতে পারেন সেজন্য টিকেট বিক্রিতে ৫০% ছাড়ের ঘোষণা দেন তিনি।

এমন চলচ্চিত্র আলোর মুখ দেখায় তিনি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহমেদসহ ছবির কলাকুশলীদের বিশেষ ধন্যবাদ জানান।

আগামী ১ অক্টোবর থেকে এই ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :