এনসিএলে উইকেট নিয়ে আশাবাদী বাশার

ক্রীড়া প্রতিবেদক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১

আগামী অক্টোবরের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) নতুন মৌসুম। আসন্ন এই প্রতিযোগিতার কোনো ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে না বলেই এনসিএলে উইকেট নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। রবিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন তিনি।

এনসিএলের আগের লিগগুলোতে মিরপুর প্রধান ভেন্যু থাকলেও এবার কোনো ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে না। মূলত আসন্ন লিগের জন্য দুটি ভেন্যু ঠিক করা হয়েছে। এই দুটি ভেন্যু কক্সবাজার এবং সিলেট। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নয়। এছাড়া আরও একটি ভেন্যু সেখানে রয়েছে। আর সে মাঠেই হবে খেলা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন যেমন বলছিলেন, ‘এই কয়েক মাসে উইকেটগুলোও পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। তাই আশা করছি এবার এনসিএল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

তিনি আরও বলেন, ‘এনসিএল শুরুর পর বন্ধ হয়ে যাওয়ার পেছনে বড় কারণ ছিল ভ্রমণ। আমাদের অনেক ভ্রমণ করতে হয়েছে। আমরা তো চাই হোম অ্যান্ড অ্যাওয়ে যেন খেলতে পারি, সবাই সবার বিভাগে খেলুক। হোম অ্যান্ড অ্যাওয়েতে আদর্শ পরিস্থিতি হয়। কিন্তু এখনও করোনার সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। এজন্য ভ্রমণ একটু ঝুঁকিপূর্ণ।’

সঙ্গে যোগ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘গতবার ভ্রমণের কারণেই বন্ধ করে দিতে হয়েছে। এখন পর্যন্ত যতদূর জানি দুইটি ভেন্যুতে খেলা হবে। একটা কক্সবাজার, একটা সিলেট। চার দল করে ভাগ করে দুইটা গ্রুপ হবে। দুই গ্রুপ দুই পাশে খেলবে। পরিবর্তন হতে পারে, তবে সম্ভাবনা কম।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :