কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে ঝর্ণা রানী বর্মণ নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী কুলিয়ারচর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কালিশা এলাকার অনিল চন্দ্র ঘোষের স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন।

রবিবার সকাল সাড়ে ৮টায় কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের শেষ সীমানায় কালিশা এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী কয়েক বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বলেন জানান স্থানীয়রা। তিনি দুই সন্তানের মা ছিলেন।

ট্রেনে কাটা পড়ার ছয় ঘণ্টা পর ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে সুরতাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক হারুনুজ্জামান রুমেল জানান, ট্রেনে কাটা পড়ে নারী নিহতের খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারী দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :