কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭

আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলে দিনের প্রথম ম্যাচে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল চেন্নাই সুপার কিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে নানা রোমাঞ্চের পর ২ উইকেটে রেখে শেষ বলে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনিরা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার সুবমান গিলকে হারায় কলকাতা। আউট হওয়ার আগে ৯ রান করেন গিল। আরেক ওপেনার ভেঙ্কাটেশ আউট হওয়ার আগে করেন ১৮ রান। আর ব্যাট হাতে অধিনায়ক মরগানের সংগ্রহ মাত্র ৯ রান।

এদিকে ব্যাট হাতে দলীয় স্কোরটা বাড়িয়ে নিতে থাকেন রাহুল ত্রিপাঠি। তাকে সঙ্গ দেন নিতীশ রানা। রানা শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ৪৫ রানে ফেরেন রাহুল। শেষদিকে ১৫ বলে ২০ করেন আন্দ্রে রাসেল এবং ১১ বলে ২৬ রান করেন ডিনেশ কার্তিক। আর ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন রানা।

১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ৮.২ ওভারে ৭৪ রান তুলেন ঋতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডু প্লেসিস। ২৮ বলে ৪০ রানে ফেরেন গায়কোয়াড। এরপর ডু প্লেসিসকে সঙ্গ দেন মঈন আলি। এ সময় মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে চেন্নাই।

কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে ডু প্লেসিস আউট হলে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে ধস নামে। পড়তে থাকেন একের পর এক উইকেট। ১৪৬ রানে ৬ উইকেটে হারানোর পর শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার পড়ে ২৬ রান।

তবে ১৯তম ওভারে রবিন্দ্রো জাদেজা ২২ রানর তুললে শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৪ রানের দরকার পড়ে। এরপরও দেখা যায় নাটকীয়তা। প্রথম বলেই আউট হন স্যাম কারেন। পরের বল ডট হলে তৃতীয় বলে ৩ রান নিয়ে ম্যাচ ড্র করেন শার্দুল ঠাকুর। শেষ তিন বলে এক রান দরকার ছিল। চতুর্থ বলে রান নিতে পারেননি জাদেজা। আর পঞ্চম বলে হন আউট। তবে শেষ বলে এক রান নিয়ে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :