কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলে দিনের প্রথম ম্যাচে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল চেন্নাই সুপার কিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে নানা রোমাঞ্চের পর ২ উইকেটে রেখে শেষ বলে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনিরা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার সুবমান গিলকে হারায় কলকাতা। আউট হওয়ার আগে ৯ রান করেন গিল। আরেক ওপেনার ভেঙ্কাটেশ আউট হওয়ার আগে করেন ১৮ রান। আর ব্যাট হাতে অধিনায়ক মরগানের সংগ্রহ মাত্র ৯ রান।

এদিকে ব্যাট হাতে দলীয় স্কোরটা বাড়িয়ে নিতে থাকেন রাহুল ত্রিপাঠি। তাকে সঙ্গ দেন নিতীশ রানা। রানা শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ৪৫ রানে ফেরেন রাহুল। শেষদিকে ১৫ বলে ২০ করেন আন্দ্রে রাসেল এবং ১১ বলে ২৬ রান করেন ডিনেশ কার্তিক। আর ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন রানা।

১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ৮.২ ওভারে ৭৪ রান তুলেন ঋতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডু প্লেসিস। ২৮ বলে ৪০ রানে ফেরেন গায়কোয়াড। এরপর ডু প্লেসিসকে সঙ্গ দেন মঈন আলি। এ সময় মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে চেন্নাই।

কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে ডু প্লেসিস আউট হলে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে ধস নামে। পড়তে থাকেন একের পর এক উইকেট। ১৪৬ রানে ৬ উইকেটে হারানোর পর শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার পড়ে ২৬ রান।

তবে ১৯তম ওভারে রবিন্দ্রো জাদেজা ২২ রানর তুললে শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৪ রানের দরকার পড়ে। এরপরও দেখা যায় নাটকীয়তা। প্রথম বলেই আউট হন স্যাম কারেন। পরের বল ডট হলে তৃতীয় বলে ৩ রান নিয়ে ম্যাচ ড্র করেন শার্দুল ঠাকুর। শেষ তিন বলে এক রান দরকার ছিল। চতুর্থ বলে রান নিতে পারেননি জাদেজা। আর পঞ্চম বলে হন আউট। তবে শেষ বলে এক রান নিয়ে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

 

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)