নদীতে নিখোঁজের তিন ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীর লাশ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর রাণীনগরে বন্ধুদের সাঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘন্টা পর মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিমপুর রাজবাড়ির পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মেহেদী হাসান উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, এদিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুর সঙ্গে কাশিমপুর এলাকায় নওগাঁর ছোট যমুনা নদীতে গোসল করতে যান। মেহেদী হাসান সাঁতার জানতেন না। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মেহেদী নদী থেকে উঠে আসেনি। এরপর তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

বিষয়টি জানার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর নদী থেকে মেহেদী হাসানের মৃত লাশ উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কেএম)