ইভ্যালির রাসেল-শামিমার মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও তার স্ত্রী শামিমা আক্তারের মুক্তি চেয়ে মানববন্ধন করেছে গ্রাহকরা।

রবিবার বিকাল ৫টায় নগরীর টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পূবালী চত্বরে এসে শতাধিক গ্রাহক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করে।

মানববন্ধনে মহসিন হোসেন, জামাল খান সুমন, আবদুর রশীদ, কাজী সাঈদ নামে বেশ কয়েকজন গ্রাহক জানান, সিইও রাসেলকে কারাগারে রাখলে সাধারণ গ্রাহকদের ক্ষতি হবে সবচেয়ে বেশি। রাসেলকে মুক্তি দিলে দিশেহারা গ্রাহকরা তাদের প্রাপ্য বুঝে নিতে পারবে। প্রয়োজনে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হোক।

১৬ সেপ্টেম্বর বিকালে রাসেলের মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী গুলশান থানায় মামলাটি করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :