মুম্বাইকে ১৬৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে জিততে হলে মুম্বাইকে করতে হবে ১৬৬ রান।

শুরুতে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে শূন্যরানেই সাজঘরে ফেরেন দেবদূত পাড্ডিকাল। দ্বিতীয় উইকেটে উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীকার ভারতকে সঙ্গে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। ২৪ বলে ৩২ রান করে আউট হন ভারত।

পরের উইকেটে এবার ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন কোহলি। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ফিরেছেন তিনি। আউট হওয়ার আগে করেন ৪২ বলে ৫১ রান।

কোহলি আউট হওয়ার পর ব্যাট হাতে ক্রিজে রীতিমতো তাণ্ডব চালান ম্যাক্সওয়েল। মাত্র ৩৬ বল খেলে করেন ৫৬ রান। এছাড়া ডি ভিলিয়ার্স করেন ৬ বলে ১১ রান। আর শাহবাজ আহমেদ আউট হন ১ রানে। এছাড়া কাইল জেমিসন ২ রানে এবং ডেনিয়াল ক্রিশ্চিয়ান ১ রানে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ জাস্প্রিত তিনটি উইকেট নেন বুমরাহ। এছাড়া একটি করে উইকেট নেন তিনজন বোলার।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)