জার্মানিতে প্রাথমিক ফলে জয়ী এসপিডি, পিছিয়ে মার্কেলের দল

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০১ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪

জামার্নির জাতীয় নির্বাচনে প্রাথমিক ফলে বিজয়ী হয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের চেয়ে ২ শতাংশ ভোটে এগিয়ে গিয়েছে৷ জোট সরকার গঠিত হবে কি না সে বিষয়টি এখনো অস্পষ্ট।

এই ফলে দেখা যাচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫.৭ শতাংশ), খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ), বাম দল (৪.৯ শতাংশ) ও অন্যান্য (৮.৬ শতাংশ) ভোট পেয়েছে৷ খবর ডয়চে ভেলের

চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। চূড়ান্ত ফলের পরই এসপিডি নতুন সরকার গঠনের জন্য জোটের আলোচনা শুরু করবে। এর মাধ্যমে ১৬ বছর পর মার্কেল অবসর নেয়ায় নতুন চ্যান্সেলর পাবে জার্মানি।

সামাজিক গণতন্ত্রী দল এসপিডি প্রাথমিক ফলে পাওয়া জয় উদযাপন করলেও চূড়ান্ত ফলের দিকে চেয়ে আছে। কারণ সামান্য ব্যবধান থাকায় ফল নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তারা।

এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান৷

সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, খারাপ ফল সত্ত্বেও একটি নতুন সরকার গঠনের জন্য ‘আমরা যতটুকু পারি’ চেষ্টা করে যাব৷ নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না৷

লাশেট বলেন, ‘আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার৷’

সবুজ দলের চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক জানান, গত নির্বাচনের চেয়ে ভোট বাড়লেও তার দল প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি৷ তিনি বলেন, ‘আমরা আরও চেয়েছিলাম৷ আমরা তা পাইনি৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম- আমারও ভুল ছিল৷’

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

ওয়াশিং মেশিনের ভেতরে মিলল কোটি কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :