ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), গৌরীপুরের আমেনা খাতুন (৬০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন জামালপুর সদরের নুরুন্নাহার (২৬)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/কেআর)