চোট কাটিয়ে অনুশীলনে মেসি

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

হাঁটুর চোটে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এবার চোট সেরে ওঠায় ফিরছেন অনুশীলনে। সবঠিক থাকলে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে। 

আজকের অনুশীলনের পর আর্জেন্টাইন তারকা মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

ঘরের মাঠে গত রোববার অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচের ৭৫তম মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন মাউরিসিও পচেত্তিনো। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে বদল করে বেশ রোষানলে পড়েছিলেন কোচ পচেত্তিনো। তিনি জানিয়েছিলেন, চোটের আশঙ্কায় মেসিকে তুলে নেওয়া হয়। আর সেই শঙ্কা সঠিক হয়। দুদিন পর চোট ধরা পরে হাঁটুতে। তাতেই মেসি ছিটকে যান দুই ম্যাচ।

এবার মেসি অনেকটা সেরে উঠেছেন চোট থেকে, ফিরেছেন অনুশীলনেও। অবশ্য তাকে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামানো হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হবে আজকের অনুশীলনের পর। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পিএসজি মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এইচএন)