ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৭

৬০ বা তার বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকার তৃতীয় ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল-আবদ আল-আলি প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা বর্তমানে বুস্টার ডোজ পরিকল্পনায় বয়স্কদের অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় ডোজ পাওয়ার পর আট মাস পূর্ণ হওয়ার পর এই ডোজ প্রদান করা হবে।' খবর আরব নিউজের

মন্ত্রণালয় পূর্বে জানিয়েছিল যে, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। যাদের দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা রয়েছে এবং অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে তারা এর অন্তর্ভুক্ত ছিলেন।

টিকাদান কর্মসূচি শুরুর পর এরই মধ্যে ৪ কোটি ১০ লাখ মানুষকে টিকা দিয়েছে সৌদি। এর মধ্যে এক কোটি ৩০ লাখ মানুষ পেয়েছেন পূর্ণ ডোজ টিকা।

সৌদিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৯২৬ এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৯৯ জনের। এখন করোনা রোগী রয়েছেন দুই হাজার ২২৭। তাদের মধ্যে গুরুতর অবস্থা ২৪৪ জনের।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :