পিরোজপুরে সন্ধ্যা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেছে উপজেলা মৎস্য অফিস। সোমবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদী ও তারই শাখা খাল শীতলা খালে মাছের পোনা অবমুক্ত করা হয়।

২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৪৪০ কেজি পোনা ছাড়া হয়।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, নেছারাবাদ অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা  ইব্রাহিম খলিল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)