সামিট পাওয়ারের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১ সালের গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পর্ষদ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৫ টাকা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস হয়েছিল ৫.১৭ টাকা। গত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮.৫৩ টাকা।

গত ৩০ জুন কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪.৪৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসকেএস/এমআর