মেগা প্রজেক্টে মেগা লুটপাট চলছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩

দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিতে নিমজ্জিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার যে বিভিন্ন মেগা প্রকল্প নিচ্ছে সেখানে মেগা দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এই দুর্নীতি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রের মাতা যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন সেই ১৯৯১ সালে একটি গণআন্দোলনের নেতৃত্ব দিয়ে, সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলা দিয়ে অপমান করা হচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে, অথচ তাদের কিছু হয় না, আমাদের নেত্রীর নামে একটি মিথ্যা মামলা দিয়ে শুধু রাজনৈতিক কারণে আটকে রাখা হয়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একইভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার চরম দুর্নীতি করছে। এমন একটি জায়গা নেই যেখানে সরকারের দুর্নীতি করেনি। দেশটা একটা লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, সেখানেই লুটপাট। মেগা প্রজেক্টে মেগা লুটপাট চলছে।’

ফখরুল বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন আওয়ামী লীগের নামটা বদলে নাম রাখা হোক নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। এখন আওয়ামী লীগের নাম বদলে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি রাখা হোক। তারা করোনা মহামারিকালে স্বয়ংসম্পূর্ণভাবে টিকা জোগাড় করতে পারেনি। স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে অর্থাৎ বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক অবস্থা আছে সবকিছুই তারা ধ্বংস করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে শুধু আমাদের জন্য নয়, বিএনপির জন্য নয়, আজকে যদি দেশকে বাঁচাতে হয়, জনগণকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, বাঁচার অধিকার কাজের অধিকারকে যদি ফিরিয়ে দিতে হয় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং জনগণকে সাথে নিয়ে ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :