‘শেখ হাসিনার মতো প্রজ্ঞাবান নেতা দক্ষিণ এশিয়ায় নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো প্রজ্ঞাবান, অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা দক্ষিণ এশিয়ায় আর নেই বলে দাবি করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্ব মানবিকতা ও দূরদৃষ্টি’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, '২০০৯-১০ সালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেন, একটি রূপকল্প করে দেন। দেশকে একটি মধ্যম আয়ের দেশ করব আমরা। তার এই দূরদৃষ্টিসম্পন্ন চিন্তার ফলে ২০১৫ সালেই আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করি। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক পরিকল্পনা আমাদের কী হবে তা তিনি (শেখ হাসিনা) তখনই নির্ধারণ করেছিলেন। ২০৪১ সালেই দেশের অর্থনীতি কী হবে তা সেই রূপরেখাও তিনি করে দিলেন।'

প্রতিমন্ত্রী বলেন, 'রূপকল্প-২০২১ পরিকল্পনা করা হলো। এটি অলৌকিকভাবে অর্জিতও হয়েছে। এমডিজি'র ২১টি লক্ষ্যমাত্রার মধ্যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ২০টি লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছি। শেখ হাসিনার মতো এত প্রজ্ঞাবান, অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা দক্ষিণ এশিয়ায় আর নেই।’

বিএনপি সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ ১৯৯৭ সালেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। বিএনপি ২০০১ এসে কোনো পরিকল্পনাই গ্রহণ করতে পারেনি। তাদেরকে বিশ্বব্যাংক বলল তোমাদের যেহেতু দারিদ্র্য বড় সমস্যা, তোমরা দারিদ্র্য দূরীকরণ নিয়ে একটা পরিকল্পনা কর। ফলে শুধু দারিদ্র্য দূরীকরণ কৌশলপত্র গ্রহণ করে। কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি।'

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :