বিএসএমএমইউয়ে জরায়ু ক্যানসার নির্ণয়ে এইচপিভি টেস্টের সমঝোতা স্মারক সই

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ু ক্যানসার নির্ণয়ে এইচপিভি টেস্ট শুরুর লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগ এবং ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য বলেন, এই সমঝোতা স্মারক জরাযু ক্যানসার নির্ণয়, এ সংক্রান্ত চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট এস এম মোস্তফা জামান, ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং প্রকল্পের পরিচালক আশরাফুন্নেসা, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান আফজালুন নেছা, সাবেক চেয়ারম্যান সাইফ উলাহ মুন্সী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ফওজিয়া হোসেন উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এএ/জেবি)