হায়দরাবাদকে ১৬৫ রানের টার্গেট দিল রাজস্থান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

দুবাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ফলে জিততে হলে হায়দরাবাদকে করতে হবে ১৬৫ রান।

সোমরাত রাতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে ১১ রান তুললেও দ্বিতীয় ওভারে উইকেট মেডেন পায় হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। এই ওভারে তিনি সাজঘরে ফেরান এভিন লুইসকে।

তবে দ্বিতীয় উইকেটে জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন ওপেনার জয়সওয়াল এবং অধিনায়ক সাঞ্জু স্যামসন। এ সময় মাত্র ৪৪ বল খেলে ৫৭ রানের জুটি গড়েন তারা। ২৩ বলে ৩৬ রান করে আউট হন জয়সওয়াল। পরের উইকেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। ৬ বলে খেলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে মহীপাল লমরোরকে সঙ্গে নিয়ে ক্রিজে রীতিমতো ঝড় তুলেন স্যামসন। এ সময় দুজন মিলে ৫৫ বল খেলে তুলেন ৮৬ রান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৮২ রানে আউট হন স্যামসন। মাত্র ৫৭ বলে খেলা তার ইনিংসটি সাতটি চার এবং তিনটি ছয়ে সাজানো। এদিকে রানের খাতা খুলতে পারেনি রায়ান পরাগ।

আর ২৮ বল খেলে ২৯ রানে অপরাজিত থাকেন লমরোর। এছাড়া কোনো রান না করেই ক্রিজে ছাড়েন রাহুল তিয়াতিয়া।

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সিদ্ধার্ত কাউল। এছাড়াও একটি করে উইকেট নেন তিনজন বোলার।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

এই বিভাগের সব খবর

শিরোনাম :