এবার ফরাসি প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২১ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬
ছবি: সংগৃহীত

গত জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাখোঁকে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি চড় মেরেছিলেন। এবার তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। সোমবার দেশটির লিঁওতে একটি ফুড ইভেন্টে অংশ নেন ম্যাখোঁ। সেখানে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডিমটি ম্যাখোঁর কাঁধে আঘাত করে এবং মেঝেতে পড়ে ভেঙে যায়।

ফরাসি পাবলিবেশন লিঁও ম্যাগ এর সাংবাদিক ফ্লোরেন্স লাগো এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, নিক্ষেপ করা ডিমটি ফরাসি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করেছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সাংবাদিক লাগো বলেছেন, তিনি একজন তরুণকে ডিমটি নিক্ষেপ করতে দেখেছেন।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের মুখপাত্র ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ওই ইভেন্ট চলাকালে চারিদিকে প্রায় দুই ঘণ্টা ধরে হেঁটেছিলেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সবকিছুই শান্ত ছিল। এ বিষয়ে কিছু বলার নেই। কারণ এই ঘটনা প্রেসিডেন্টের হাঁটাকে থামাতে পারেনি। আমি প্রেসিডেন্টের পাশেই ছিলাম। আমি আপনাকে বলতে পারি যে, এখানে কোনো গল্প নেই।’

এর আগে ২০১৭ সালে ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তখন তিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। সেদিন তার মাথায় এসে আঘাত করেছিল ডিম। গত জুনে ম্যাখোঁকে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি চড় মারেন।

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আর এক বছরেরও কম সময় বাকি। আগামী এপ্রিলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন তিনি ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন। গত জুনে তার দল আঞ্চলিক নির্বাচনে খারাপ ফল করেছিল। কিন্তু সেই নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ওপর নির্ভর করে উপসংহারে পৌঁছানো কঠিন।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :