প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়ার টার্গেট করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী সব প্রস্তুতি আগেভাগে শেষ করায় মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের সব কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের ভীড় লেগে গেছে।

অনেক টিকাদান কেন্দ্রে আগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মোটেও মানা সম্ভব হচ্ছে না।

সকাল ৯টা থেকে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে একযোগে টিকাদান চলবে। ২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে থেকে ৭৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

ইতোমধ্যে টিকা যারা পাবেন তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদানে যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ বিবেচনায় আনব। তবে স্তন্যদানকারী মা ও গর্ভবতীদের আনা যাবে না। টিকা নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/বিইউ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :