টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে ‘হাউসফুল’ গ্যালারি চায় ভারত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইপিএলের বাকি অংশ শেষ হতেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ক্রিকেটের মারমার-কাটকাট সংস্করণের বৈশ্বিক এই আসরটির রঙ অনেকটা বিবর্ণ করেছে করোনাভাইরাস। সংক্রমণ রোধের লক্ষ্যে নতুন নিয়ম করে মাঠে ফেরানো হচ্ছে অল্প কিছু দর্শক। কখনও তা অঙ্কের হিসেবে ৫০ বা ৬০ শতাংশ। তবে আসন্ন বিশ্বকাপের ফাইনালে অন্তত ‘হাউসফুল’ বা পূর্ণ গ্যালারি দর্শক রাখতে চায় আয়োজক দেশ ভারত।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভারতে এবারের বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা নিরপেক্ষ ভেন্যুতে করার সিদ্ধান্ত নেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আসরটির পর্দা নামবে ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনালের মাধ্যমে। ওমান ও আমিরাতের কয়েকটি ভেন্যুতে আয়োজিত হবে পুরো আসরটি।

বিশ্বকাপের ফাইনালে গ্যালারি ‘হাউসফুল’ রাখতে চায় ভারত। ছবি: ইন্টারনেট।

করোনা ভীতি থাকলেও বেশ কিছু বিধি মেনে মাঠে দর্শক ফেরানোর অনুমতি রয়েছে আয়োজক দেশের। আমিরাতে চলমান আইপিএলেও মাঠে থাকছে সীমিত পরিসরের দর্শক। বিশ্বকাপেও অল্প দর্শক মাঠে ফেরাতে পারবে ভারত। তবে অন্তত বিশ্বকাপের ফাইনালে পূর্ণ দর্শক মাঠে ফেরাতে চায় ভারত। আর সে লক্ষ্যে আমিরাতের বোর্ডের সঙ্গেও কথা বলেছে বিসিসিআই। 

বর্তমানে আইপিএলের বাকি অংশে বিসিসিআই ও এমিরাটস ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবুধাবির স্টেডিয়ামে ২০,০০০ ধারণক্ষমতার পরিবর্তে ১২,০০০ দর্শক। দুবাইয়ে ২৫,০০০ হাজারের পরিবর্তে ১৫,০০০ এবং শারজায় ১৬,০০০ দর্শক থাকার অনুমতি রয়েছে। তবে আসন্ন বৈশ্বিক আসরটির ফাইনাল ১৪ নভেম্বরে পুরো ২৫ হাজার দর্শক মাঠে ফেরাতে চায় ভারত।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এইচএন)