বিশ্বকাপ বাছাই পর্ব

চোট নিয়েও আর্জেন্টিনা দলে দিবালা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:০১ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০

লিগ ম্যাচে সাম্পদোরিয়ার বিপক্ষে চোট পান জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা। এখনও সারেনি তার চোট। খেলতে পারবেন না চেলসির বিপক্ষে ম্যাচেও। তবে চোট নিয়ে উদ্বেগ থাকার পরও তাকে নিয়েই ৩০ সদস্যের দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সোমবার প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোকে সামনে রেখে দল দেয় আর্জেন্টিনা। দলে রয়েছেন সম্প্রতি হাঁটুর চোট সারিয়ে ওঠা লিওনেল মেসি। রয়েছেন ব্রাজিলের বিপক্ষে বাছাইয়ের ম্যাচে বিতর্কের জন্ম দেওয়া তিন প্রিমিয়ার লিগ ফুটবলারও।

হাঁটুর চোটে মেসি পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। গতকাল সেরেছেন অনুশীলনে। সবঠিক থাকলে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একাদশে দেখা যেতে পারে এই আর্জেন্টাইনকে। তাকে ফিরে পেয়ে নিশ্চয়ই দলে দারণ ছন্দ খুজে পাবে স্কালোনি। তবে এখনও পেশির চোটে ভুগছেন দিবালা। শঙ্কায় রয়েছে তার একাদশে থাকা।

অবশ্য দলে খুব একটা পরিবর্তন আনেনি লিওনেল স্কালোনি। বাদ পড়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ফিরেছেন লুকাস আলারিও, অস্ত্রোপচারের পর একাদশে রয়েছেন এস্তেবান আন্দ্রাদা।

আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ অক্টোবর মেসি-দিবালাদের প্রতিপক্ষ পেরু। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসা।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেস কুয়ার্তা, জের্মান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো।

মিডফিল্ডার: মার্কোস আকুনা, রোদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসিকিয়েল পালাসিওস, গিদো রোদ্রিগেস, নিকোলাস দমিনগেস, আলেহান্দ্রো পাপু গোমেস, আনহেল দি মারিয়া।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল কোরেয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :