বাড়ির পথে ঢাবি শিক্ষার্থী অপুর মরদেহ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপুর মরদেহ নিজ বাড়ি পিরোজপুরের নেছারাবাদে নেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয় অপুর মরদেহের। ময়নাতদন্ত শেষে দুপুর সাড়ে এগারোটায় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। দুপুর ১২টায় সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুপুর সাড়ে বারোটায় অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তার মরদেহ।

গতকাল রাজধানীর চাঁনখারপুলের নাজিমউদ্দীন রোডে ‘স্বপ্ন’ নামে একটি ভবনের আট তলার ৮১১ নম্বর রুম থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে থাকা অপুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

লালাবাগ থানার ডিসি জসীম মোল্লা জানান, এখনো ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে পৌঁছায়নি। রিপোর্ট হাতে পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/আরএল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :