শেখ হাসিনাকে ফেয়ারওয়েল দেওয়ার সময় এসেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেয়ারওয়েল দেওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশের গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ। শিগগিরই মানুষ তাকে ফেয়ারওয়েল দেবে।’

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ও বহুদলীয় গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আজকে যার ক্ষমতাসীন তার মিথ্যুক। তারা কালাকানুন দিয়ে চারদিকে হাজার হাজার মিথ্যার জাল বুনেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের জাদুর চশমা পড়ে রাখলেতো শেখ হাসিনার বিকল্প পাবেন না।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, আপনি কি শেখ হাসিনার বিকল্প খোঁজেন? তাহলে একবার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন। একবার নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন দিয়ে দেখুন শেখ হাসিনার বিকল্প আছে কিনা?’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, হিটলারের তো দেশপ্রেম ছিলো, সাদ্দামের দেশপ্রেম ছিলো, কিন্ত শেখ হাসিনার কোনো দেশপ্রেম নাই। তিনি তার মাথা বিক্রি করে দিয়েছেন।

আওয়ামী নেতাদের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমার ধারণা আওয়ামী লীগের অধিকাংশ নেতাই মিথ্যা কথা বলেন। তাদের মিথ্যা কথা বলা দেখে তাদের নাতি নাতনিরাও লজ্জা পান।’

গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা সংস্থার সমালোচনা করে রিজভী বলেন, ‘যদি এতো এতো গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী থেকে থাকে তাহলে দেশের হাজার হাজার কোটি টাকা কি করে পাচার হয়। তুষার কান্তি সাহা নামের একজন ভিনদেশি কিভাবে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পদে সবার চোখ ফাঁকি দিয়ে এই দেশে চাকরি করেছে?

আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। কিন্তু ক্ষমতাসীনরা সেই গণতন্ত্রকে হত্যা করেছে।

মানবসেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম, বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক আইনজীবী গৌতম চক্রবর্তী, বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ) বক্তব্য দেন।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এসআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :