এবার বিজেপির পদ ছাড়লেন অভিনেতা সুমন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮

কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলিউড গায়ক ও সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার নরেন্দ্র মোদির দলের সমস্ত পদ ছাড়লেন টলিউড অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি এতদিন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদে আসীন ছিলেন।

মঙ্গলবার বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে রাজ্য বিজেপির পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়।

এদিকে, বাবুলের আগে বিজেপি থেকে মুখ ঘুরিয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য ও অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। রূপার সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুমন। কিন্তু মঙ্গলবার সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করলেন।

এই অভিনেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। তবে এর মধ্যে আমার ব্যক্তিগত সংঘাত নেই। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তাই পার্টিকে সময় দিতে পারছিলাম না। এত দায়িত্ব আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। দল ও দলের কর্মীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে না।’

চেনা মুখ হয়েও ভবানীপুর উপনির্বাচনের প্রচারে ডাক পাননি এই অভিনেতা। সেখান থেকেই কি মনোমালিন্যের শুরু? সুমনের সাফ জবাব, ‘পার্টি প্রয়োজন বোধ করেনি তাই হয়তো ডাকেনি। এছাড়া আমি অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। বিজেপি বিশ্বের সবচেয়ে বড় দল। তাদের প্রচারের জন্য কোনো চেনা মুখের দরকার নেই।’

তবে সুমন এও জানান, ‘সমস্ত পদ থেকে ইস্তফা দিলেও সদস্য রয়েছি। বিজেপির সাধারণ কর্মী হিসাবে থাকব, কাজ করব।’ তিনি বলেন, ‘আগামীকাল আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, এ রকম কোনো নিশ্চয়তা আছে? আমি এখনও বিজেপিতে আছি, শুধু এটুকুই বলতে পারি।’

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :