বলিউডের ছবিতে বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

হিন্দি সিনেমায় অভিষেক করতে চলেছেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন। সোমবার টুইটারে এমন খবর জানিয়েছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহার। সেই টুইট থেকে জানা যায়, করণের আগামী ছবি ‘লাইগার’। সেখানেই অভিনয় করবেন টাইসন।

নামজাদা পরিচালক ও প্রযোজক করণের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। তার সঙ্গে থাকবেন বলিউডেরিউঠতি নায়িকা অনন্যা পান্ডে।

কিংবদন্তি বক্সারের অভিনয় প্রসঙ্গে করণ তার টুইটারে করণ লেখেন, এই প্রথম ভারতীয় সিনেমার পর্দার দেখা যাবে কিং অফ রিং মাইক টাইসনকে। ‘লিগার’ টিমে তাকে স্বাগত। পাশাপাশি ছবির একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেন করণ।

সাদা-কালো ভিডিওতে ‘লিগার’ টিমের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গর্বিত যে প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন ইতিহাস রচয়িতা, অপ্রতিরোধ্য আইকন, প্রবাদপ্রতিম মাইক টাইসন।’

ওই ভিডিওটি টুইট করে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন, ‘আমরা পাগলামি দেখাবো বলেছিলাম, এখান থেকেই তার শুরু। প্রথমবার ভারতীয় পর্দায় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর লোক, বক্সিংয়ের ঈশ্বর, লেজেন্ড, সর্বকালের সেরা।’

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বলিউডের ছবিতে দেখা গেছে মাইক টাইসনকে। ২০০৭ সালে শাহিদ কাপুর অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে শাহিদের সঙ্গে ছিলেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ ও সানি দেওল।

চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘লিগার’-এর। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজক করণ জোহর। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম একসঙ্গে এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

‘লিপস্টিক’ ছবিটি দর্শকের মন জয় করবে: পূজা চেরি

এই বিভাগের সব খবর

শিরোনাম :