নারিন-ফার্গুসনের বোলিং তোপে ১২৭ রানেই অলআউট দিল্লি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের প্রথম ম্যাচে সুনিল নারিন এবং লকি ফার্গুসনদের বোলিং তোপে মাত্র ১২৭ রানের গুটিয়ে গেছে দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ফলে জিততে হলে মাত্র ১২৮ রান করতে হবে সাকিব আল হাসানের দলটিকে।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মঈন আলি। ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন দিল্লির দুই ওপেনার স্টিভেন স্মিথ এবং শিখর ধাওয়ান।

২০ বলে ২৪ রান করে ফেরেন ধাওয়ান। আর পরের উইকেট ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেছেন শ্রেয়ার আইয়ার।

তৃতীয় উইকেট জুটিতে ব্যাট হাতে ক্রিজে খুঁটি গাড়লেও রান তুলতে পারছিলেন না স্মিথ এবং পান্ত। এক পর্যায়ে ৩৪ বলে ৩৯ রান তুলে ফেরেন স্মিথ। দলীয় এই ওপেনার আউট হওয়ার পর সুবিধা করতে পারেননি কেউই।

এক প্রান্তে রিসাব পান্ত দলীয় স্কোরটা বাড়িয়ে নিলেও অন্যপ্রান্তে তার সঙ্গ দিতে পারছিলেন না কেউই। রিসাব পান্তের ইনিংস থামে ৩৬ বলে ৩৯ রানে। আর অন্যরা কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি। হ্যাটমায়ার ৪, অশ্বিন ৯ এবং আভেশ খান করেন ৫ রান।

এছাড়া শূন্যরানে আউট হন ললিট যাদব এবং অক্ষর প্যাটেল। আর শূন্যরানে অপরাজিত থাকেন ক্যাগিসো রাবাদা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)

এদিকে কলকাতার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন, সুনিল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া একটি উইকেট পান টিম সাউদি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :