নারিন-ফার্গুসনের বোলিং তোপে ১২৭ রানেই অলআউট দিল্লি

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের প্রথম ম্যাচে সুনিল নারিন এবং লকি ফার্গুসনদের বোলিং তোপে মাত্র ১২৭ রানের গুটিয়ে গেছে দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ফলে জিততে হলে মাত্র ১২৮ রান করতে হবে সাকিব আল হাসানের দলটিকে।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মঈন আলি। ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন দিল্লির দুই ওপেনার স্টিভেন স্মিথ এবং শিখর ধাওয়ান।

২০ বলে ২৪ রান করে ফেরেন ধাওয়ান। আর পরের উইকেট ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেছেন শ্রেয়ার আইয়ার।

তৃতীয় উইকেট জুটিতে ব্যাট হাতে ক্রিজে খুঁটি গাড়লেও রান তুলতে পারছিলেন না স্মিথ এবং পান্ত। এক পর্যায়ে ৩৪ বলে ৩৯ রান তুলে ফেরেন স্মিথ। দলীয় এই ওপেনার আউট হওয়ার পর সুবিধা করতে পারেননি কেউই।

এক প্রান্তে রিসাব পান্ত দলীয় স্কোরটা বাড়িয়ে নিলেও অন্যপ্রান্তে তার সঙ্গ দিতে পারছিলেন না কেউই। রিসাব পান্তের ইনিংস থামে ৩৬ বলে ৩৯ রানে। আর অন্যরা কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি। হ্যাটমায়ার ৪, অশ্বিন ৯ এবং আভেশ খান করেন ৫ রান।

এছাড়া শূন্যরানে আউট হন ললিট যাদব এবং অক্ষর প্যাটেল। আর শূন্যরানে অপরাজিত থাকেন ক্যাগিসো রাবাদা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)

এদিকে কলকাতার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন, সুনিল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া একটি উইকেট পান টিম সাউদি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)