প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় দৃষ্টিনন্দন নৌকাবাইচ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে এক বিশেষ দৃষ্টিনন্দন নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার উৎসুক জনতা এই নৌকাবাইচ উপভোগ করেন।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।
নৌকাবাইচ শেষে সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নৌকাবাইচ উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠান শেষে লেজার শো এবং ফানুস উত্তোলন করা হয়। ৬০ মাঝি নৌকাবাইচে শেখবাড়ী দল প্রথম, সোনারতরী দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় হয়। ১২ মাঝি নৌকাবাইচে মারুফ খান দল প্রথম, হামিদ আলী দল দ্বিতীয় এবং খায়রুল ইসলামের দল তৃতীয় হয়। মোট ১১টি দল নৌকাবাইচে অংশ নেয়।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেবি)