প্রধানমন্ত্রীর জন্মদিনে দক্ষিণ সিটিতে টিকা পেলেন ২৮ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনার বিশেষ টিকাদানের প্রথম দিনে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলের মোট ২৮ হাজার ৭০২ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম ও উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির স্বাক্ষরিত টিকা প্রদান সম্পর্কিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, করপোরেশনের এক নম্বর অঞ্চলে দুই হাজার ৪৪১ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে। এছাড়া অঞ্চল-২ এ চার হাজার ৮৬২ জন, অঞ্চল-৩ এ চার হাজার ১১৫ জন, অঞ্চল-৪ এ তিন হাজার ৬৬৬ জন, অঞ্চল-৫ এ ছয় হাজার ৯৩৩ জন, অঞ্চল-৬ এ এক হাজার ৪৪৫ জন, অঞ্চল-৭ এ এক হাজার ৫০ জন, অঞ্চল-৮ এ এক হাজার ৩৯৮ জন, অঞ্চল-৯ এ এক হাজার ৪০০ জন ও অঞ্চল-১০ এ এক হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতি কেন্দ্রে ৩৫০ জন নাগরিককে এ টিকা প্রদান করা হয়। দুই দিনব্যাপী গণটিকা কার্যক্রম শেষ হবে আগামীকাল। সব মিলিয়ে দুই দিনে ৫২ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দক্ষিণ সিটি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :