কুমিল্লায় ঘর পোড়ানোর মামলায় আ.লীগ নেতা কারাগারে

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘর পোড়ানোর মামলায় মাইজখার ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জামাল উদ্দিন।

মঙ্গলবার সকালে কুমিল্লা আদালতের সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট ইফরানুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামাল উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন জানান, ২০১৭ সালে জামাল উদ্দিনের নেতৃত্বে পানিপাড়া গ্রামের সুলতান মিয়া নামের এক ব্যক্তির ঘরে আগুন দেন তার সমর্থিত নেতাকর্মীরা। এই ঘটনায় সুলতান মিয়ার স্ত্রী রাফিয়া বেগম বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেন। ওই মামলাটি পিবিআই তদন্ত করে জামাল উদ্দিনকে ঘটনার সঙ্গে জড়িত মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মঙ্গলবার সকালে জামাল উদ্দিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কেএম)