দাগনভূঞায় তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকাটাইমস

‘তথ্য আমার অধিকার, জানা আছে কি আমার?’, ‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’- এই স্লোগানকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে দাগনভূঞা অফিসার্স ক্লাবে ২৮ সেপ্টেম্বর  আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান  রোকসানা আক্তার, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহী, দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দে।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। সঠিক তথ্য জানা এবং সঠিক তথ্য প্রচারের বিষয়ে আলোকপাত করেন তারা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কেএম)