নাটোরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চিকিৎসা সহায়তা প্রদান

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৭

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতালে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ইসমাইল হোসেন প্রতিটি সাত লিটার ধারণ ক্ষমতার এসব অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক কামিল বুরহান ফিরদৌস, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ রেজাউল ইসলামসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)