সাতক্ষীরায় ২০ কেজি রুপার গয়না জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি রুপার গয়না জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত রুপার গয়নার মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে উক্ত রুপার গয়নাগুলো জব্দ করা হয়। তবে এ সময় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে অভিযান চালায়।

অভিযানের সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি রুপার গয়না জব্দ করা হয়। তবে এ সময় বিজিবি কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি।

বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে। জব্দকৃত রুপার গয়না সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :