শিশু অপহরণের মামলায় দুই কিশোরের পাঁচ বছরের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮

জয়পুরহাটে নয় বছরের এক শিশুকে অপহরণের মামলায় দুই কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই উপজেলার মূলগ্রাম মোশারফ এবং মূলগ্রাম মধ্যপাড়ার সাবু।

জানা গেছে, রায়ে আসামিদের বয়স ১৮ না হওয়ায় তাদের যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে জয়পুরহাট জেলা কারাগারে এনে সাধারণ কয়েদির মতই অবশিষ্ট সাজা ভোগ করবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ জুন জেলার কালাই উপজেলার মূলগ্রাম মধ্যপাড়ায় ওই শিশু বাড়ির পাশের একটি মাঠে গরুর ঘাস কাটতে যায়। এ সময় আসামিরা তাকে অপহরণ করে একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে ওই শিশু চিৎকার করলে তারা গামছা দিয়ে মুখ বেঁধে রাখে।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে তারা মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা ওই দিনই বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :