কিশোরগঞ্জ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি চান মিয়া, সম্পাদক জয়নাল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

কিশোরগঞ্জে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলে মানবাধিকার নেতৃত্ব নির্বাচনের জন্য মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক কাউন্সিল বুধবার সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে উপস্থিত ছিলেন আইন ও শালিস কেন্দ্র আসকের কোর্ডিনেটর রোকনুজ্জামান, সিনিয়র ক্রিয়েটিভ এ্যাক্টিভিটিস শিল্পী শর্মা, পপির প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

পরে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি বার্ষিক কাউন্সিলে পরিষদের সভাপতি নির্বাচিত হন পল্লী চিকিৎসক হাবিবুর রহমান চাঁন মিয়া, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলাম হেলাল।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট গাজী মাহমুদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন একেএম তাহের উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- মানবাধিকার আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যড.হামিদা বেগম, আরজত আতরজান স্কুলের শিক্ষক হুমায়ুন কবীর, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ছড়াকার হারুন আল রশিদ, মানবাধিকার নারী সমাজের সভানেত্রী আনোয়ারা বেগম, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, মেম্বার হারুন অর রশিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :