অস্ত্রোপচারের সময় কেঁদে ফেলায় দিতে হলো ১১ ডলার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১
ফাইল ছবি

হাসপাতালে একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল যুক্তরাষ্ট্রের এক নারীর। তিনি অস্ত্রোপচারে ভয় পান, সেই কারণে কেঁদে ফেলেছিলেন প্রক্রিয়া চলার সময়। আর তাতেই আলাদা করে টাকা চাইল হাসপাতাল। কান্নার দাম দিতে হলো ১১ ডলার।

এই ঘটনার কথা টুইটারে শেয়ার করেছিলেন ওই নারী। যা দ্রুত নজর কেড়ে নেয় সকলের। কান্নার দাম দেয়ার অভিজ্ঞতা এর আগে হয়ত আর কারও হয়নি।

অনেকেই ইনজেকশনে ভয় পান। করোনা টিকাকরণ চলার সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তের একাধিক মজার ভিডিও ছড়িয়ে পড়েছে। তেমনই অস্ত্রোপচারেও অনেকেরই ভয় থাকে। কেউ আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, কেউ পারেন না। সেই কারণে কেঁদে ফেলেন অনেকেই।

কিন্তু সেই সাময়িক ভয় ও আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটালেই টাকা দিতে হবে এমন শর্ত কেউ কোনোদিন শুনেছেন বলে তো মনে হয় না। তাই হাসপাতালের বিল দেখে কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন এই নারী। অর্থ সামান্য হওয়ায় ততটা গুরুত্ব দেননি। শুধু পরে হাসপাতালে বিলের একটি ছবি তুলে পোস্ট করে দিয়েছেন টুইটারে।

সেই বিলে দেখা যাচ্ছে, ‘ব্রিফ ইমোশন’ বলে একটি বিষয়ের কথা উল্লেখ করেছে হাসপাতাল। সেখানে খরচ ধার্য করা হয়েছে ১১ ডলার। সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে ওই নারী জানতে পেরেছেন, তিনি অস্ত্রোপচারের সময় কেঁদেছিলেন বলেই এই টাকা দিতে হবে তাঁকে। ইতোমধ্যে এক লাখের বেশিবার এই পোস্টটি লাইক করা হয়েছে ফেসবুকে, ১০ হাজারের বেশিবার রি-টুইট করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :