গজারিয়ায় ৮৫০ ক্যান বিয়ারসহ চারজন গ্রেপ্তার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আন্তঃজেলা মাদক চোরাকারবারি দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ৮৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, ৩০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় গজারিয়া থানার পুলিশ বালুয়াকান্দি ইউনিয়নের তেতুলতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী রোড়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আন্তঃজেলা মাদক চোরাকারবারি দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার মেঘনা থানাধীন গাছিপুর ইউনিয়নের ব্রাহ্মণচর গ্রামের ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাঁনপাড়া গ্রামের মনির হোসেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের সৌরভ এবং বাদল।

ওসি জানান, গ্রেপ্তার চার সদস্যের সঙ্গে ৮৫০ ক্যান বিদেশি বিয়ার ও মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। জব্দ ৮৫০ ক্যান বেয়ারের বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :