ধর্ষণে অভিযুক্ত প্রকৌশলী বললেন ‘কোলাকুলি করেছি’

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

নিজ কার্যালয়ের অফিস সহকারীকে (পিয়ন) ধর্ষণের অভিযোগ উঠেছে এলজিইডি গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে এলজিইডি নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিলেও চাকরির ভয়ে মুখ খুলতে নারাজ তিনি।

গত ২০ সেপ্টেম্বর সকালে এলজিইডি গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই ঘটনা ঘটে। এর একদিন আগেই এই কর্মকর্তা কার্যালয়ে যোগদান করেন।

গত ১৯ সেপ্টেম্বর এলজিইডি গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রকৌশলী হিসেবে যোগদান করেন সুলতান মাহমুদ। পরদিন ২০ সেপ্টেম্বর সকালে একই কার্যালয়ের অফিস সহকারীকে তলব করেন তিনি। এরপর কোনকিছু বুঝে উঠার আগেই চতুর্থ শ্রেণির ওই মধ্যবয়সী ব্যক্তিকে ধর্ষণ করেন সুলতান মাহমুদ।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে ওই কর্মচারি বিচার চেয়ে নির্বাহী প্রকৌশলী আহসান কবীরের শরণাপন্ন হয়ে মৌখিক অভিযোগ করেন। পরে আহসান কবীর তাকে নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। এর পরদিন প্রকৌশলী সুলতান মাহমুদ ওই কর্মচারিকে পূণরায় কৌশলে ঢেকে নিয়ে চাকরি হারানোর ভয় দেখান। একই সঙ্গে তাকে কোনো ধরনের আবেদন ছাড়াই এককালীন ছুটি দিয়ে দেন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বেশ কয়েকজন সংবাদকর্মীর নজরে আসে ঘটনাটি। পরে এলজিইডি সদর উপজেলা কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি প্রকৌশলী সুলতান মাহমুদকে। মুঠোফোনে তিনি অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ‘ঘটনাটি আসলে এমনটা নয়। আমি ওই কর্মচারির সঙ্গে কোলাকুলি করেছি মাত্র।’

তবে এ বিষয়ে ভুক্তভোগী ওই কর্মচারির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ নিয়ে তার সহকর্মীরা জানান, ‘তিনি ছুটিতে আছেন।’

এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৗশলী আহসান কবীর বলেন, ‘এ নিয়ে মৌখিক অভিযোগ এসেছে। জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। আগামী ৩ সেপ্টেম্বরের আগে এ বিষয়ে কিছুই বলতে পারবো না।’

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :