ঝিনাইগাতীতে ৮০০ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩

আঞ্চলিক প্রতিনিধি, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে জুয়েল মিয়া (৩০) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাসহ ৮০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জুয়েল মিয়া উপজেলার  কাংশা ইউনিয়নের বিষ্ণপুর  গ্রামের হৈবর আলীর ছেলে।

বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বিষ্ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জুয়েল মিয়া দীর্ঘদিন থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবসা চালিয়ে আসছিল। শেরপুরের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেয়া গোপন সংবাদে অভিযান চালিয়ে  জুয়েল মিয়ার বাড়ি থেকে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে।

এসময় শেরপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক এসআই মাসুদ রানাসহ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নিষিদ্ধ ঘোষিত ৮০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)