ফের পদ্মার ভাঙনে হুমকিতে রাজবাড়ীর শহররক্ষা বাঁধ

এম. মনিরুজ্জামান, রাজবাড়ী
| আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২:০৭ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ১১:৩৫

পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে রাজবাড়ীর ডানতীর প্রতিরক্ষা বাঁধের প্রায় একশ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। গত শুক্রবার রাতে হঠাৎই এ ভাঙন দেখা দিয়েছে। গিয়ে দেখা গেছে, পানি কমে যাওয়ায় নদীর পারে স্রোতের টানে কয়কিটের সি সি ব্লকের নিচের বালিমাটি সরে গিয়ে মাত্র আধ ঘণ্টার মধ্যেই শত শত ব্লক তলিয়ে গিয়ে নদীর পার ভেঙে বিলীন হয়ে যায়।

এদিন বাঁধের পাশে থাকা পাঁচটি বাড়ি ভাঙনের হুমকিতে থাকায় তা সরিয়ে নেওয়া হয়েছে রাতেই।

তবে এখনও ওই এলাকার শহররক্ষা বাঁধসহ নদী পারের প্রায় ২০টি বসতবাড়ি ভাঙন হুমকিতে থাকায় শনিবার সরিয়ে নেয়া হচ্ছে সেসব বসতবাড়িও।

শুক্রবার সন্ধ্যায় গোদার বাজারের সিলিমপুর এলাকায় এ ভাঙন শুরু হয়। এদিকে ভাঙন রোধে গত রাত থেকেই রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানিয়েছেন, শনিবার ভাঙন স্থানে ৫০ হাজার জিও ব্যগ ফেলা হবে।

পাউবো সূত্র জানায়, চলতি বর্ষায় এ পর‌্যন্ত ১০ লাখ বালুর বস্তা ভাঙন কবলিত বিভিন্ন পয়েন্টে ফেলা হয়েছে। তবু ভাঙন অব্যহত আছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, তারা ভাঙন রোধের চেষ্টা করছেন। কাজের গতি আরও বাড়ানো হবে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :